kalerkantho

বৃহস্পতিবার । ৬ অক্টোবর ২০২২ । ২১ আশ্বিন ১৪২৯ ।  ৯ রবিউল আউয়াল ১৪৪৪

শোক দিবসে এসএফআইএল'র মতবিনিময়সভা ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক   

১৬ আগস্ট, ২০২২ ১৯:৪৪ | পড়া যাবে ২ মিনিটেশোক দিবসে এসএফআইএল'র মতবিনিময়সভা ও দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও অবদান স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে স্ট্রাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। সভায় উপস্থিত ছিলেন এসএফআইএল'র চেয়ারম্যান এহসানুল কবির, ইসি কমিটির চেয়ারম্যান শরিফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইরতেজা আহমেদ খানসহ গণ্যমান্য ব্যক্তি। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এসএফআইএল'র উপ-ব্যবস্থাপনা পরিচালক তামিম মারজান হুদা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইরতেজা আহমেদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক তামিম মারজান হুদা, কানাডিয়ান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এইচ এম জহিরুল হক, নিউজ বাংলার নির্বাহী সম্পাদক হাসান ইমাম রুবেল।

বিজ্ঞাপন

এ ছাড়া এসএফআইএল'র হেড অফ রিটেইল মো. সাজেদুল হক মৃধা, এসএফআইএল সিকিউরিটিজ লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম ফেরদাউস হুসেইনসহ আরো অনেকে ব্যক্তব্য রাখেন।

শোকসভায় বঙ্গবন্ধুর বিভিন্ন অবদান ও কৃতিত্ব নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক খাত বৃদ্ধিতে উনার নীতিমালা ও দিক নির্দেশনার প্রভাব নিয়ে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়।সাতদিনের সেরা