জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল ফুড প্লেটিং এর ওপর দেশের প্রথম রিয়েলিটি কম্পিটিশন 'ডিশুম প্রেজেন্টস মাস্টার অফ ফুড প্লেটিং'-এর গ্র্যান্ড ফিনালে। ৬ জন ফাইনালিস্ট থেকে দেশ সেরা ফুড প্লেটিং মাস্টার হয়েছেন ফাতেমা বিনতে শফিক। এ ছাড়া ফাস্ট রানার-আপ ও সেকেন্ড রানার-আপ হয়েছেন যথাক্রমে সানজিদা পারভিন এবং মশিউর রহমান।
সারা দেশ থেকে প্রতিযোগীরা ফুড প্লেটিং এর ওপর প্রথম বারের মতো আয়োজিত এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপ-এর ফিন্যান্স ডিরেক্টর নীলুফার আহমেদ এবং এইচ আর ডিরেক্টর সেঁজুতি এ. আহমেদসহ সম্মানিত ব্যক্তিবর্গ। এ ছাড়া উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ট্রেনিং ইন্সটিটিউট অফ কালিনারি আর্টস এবং উইমেন কালিনারি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর চেয়ারম্যান নাজমা হুদাসহ বাংলাদেশের কালিনারি এক্সপার্টরা।