বাংলাদেশ ব্যাংক সম্প্রতি শরিয়াহভিত্তিক ইসলামিক উইংয়ের মাধ্যমে শরিয়াহ মোতাবেক অর্থনৈতিক সেবা প্রদানের অনুমোদন দিলো স্ট্রাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডকে (এসএফআইএল)। এসএফআইএল কানাডা, আমেরিকা ও বাংলাদেশের যৌথ প্রাতিষ্ঠানিক বিনিয়োগে গড়ে উঠেছে। শরিয়াহভিত্তিক অর্থনৈতিক সেবা প্রদানের দ্বার সম্প্রসারণ বাংলাদেশ ব্যাংকের একটি যুগান্তকারী পদক্ষেপ।
কম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ইরতেজা আহমেদ খান বলেছেন, ইসলামিক ফাইন্যান্স অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র দূরীকরণ এর মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখতে সক্ষম।
বিজ্ঞাপন
এক বিজ্ঞপ্তিতে এসএফআইএল জানায়, তারা ইতোমধ্যেই জিরো এনপিএল এর সলিড লোন এবং ডিপোজিট পোর্টফলিও তৈরি করেছে। এসএফআইএল এর রয়েছে দীর্ঘমেয়াদি এ+ এবং স্বল্পমেয়াদী এসটি-২ রেটিং। এসএফআইএল এর মধ্যেই শতভাগ সাবসিডিয়ারি কম্পানি এসএফআইএল সিকিউরিটিজ লিমিটেড এর মাধ্যমে ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জ এ শেয়ার ডিলার ও ব্রোকারেজ সার্ভিস এর কার্যক্রম শুরু করেছে।