আগের অর্থবছরের তুলনায় ২০২০-২১ অর্থবছরে ১৬ শতাংশ আয় বেড়েছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের। সম্প্রতি রাজধানীর সোনারগাঁও হোটেলে কম্পানির ২০২০-২১ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসএমসি জানিয়েছে, সম্মেলনে ২০২১ অর্থবছরের সাফল্য অর্জনের ওপর আলোকপাত করা হয় এবং এসএমসির ১২টি আঞ্চলিক অফিসের সেলস টিমের কর্মীদের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠানে এসএমসি-এর বোর্ড অব ডিরেক্টরস-এর পরিচালক ওয়ালিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বিক্রয় সম্মেলনে ২০২১ অর্থবছরের ১২ মাসের পারফরমেন্স উপস্থাপন করেন কম্পানির এডিশনাল জিএম চন্দ্র নাথ মন্ডল। তিনি বলেন, কম্পানির আয় ২০২১ অর্থবছরে আগের বছরের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেড়েছে।
সম্মেলনে অন্যান্যের মধ্যে এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর বোর্ড অব ডিরেক্টরস-এর সদস্য, ইউএসএআইডি-প্রতিনিধিসহ এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৪৮ বছর ধরে পরিবার পরিকল্পনা, মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে কাজ করে আসছে এসএমসি। ওরস্যালাইনের পাশাপাশি বাজারে স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার, হ্যান্ডওয়াশ, মধু, কোমল পানীয়, পাউডার ও ইলেক্টোলাইট ড্রিংক বিক্রি করছে তারা।