kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি

অনলাইন ডেস্ক   

১৮ মে, ২০২২ ২১:৩৮ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ ব্যাংকের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি

সিনেমা হল মালিকদের জন্য পুনরর্থায়ন স্কিম সুবিধা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে রূপালী ব্যাংকের এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের জিএম মো. আনোয়ারুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এর ফলে চলচ্চিত্রশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সিনেমা হল সংস্কার, আধুনিকায়ন এবং নতুন সিনেমা হল নির্মাণের উদ্দেশে রূপালী ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের পুনরর্থায়ন স্কিম সুবিধা পাবেন সিনেমা হল মালিকরা।

বিজ্ঞাপন

এ সময় রূপালী ব্যাংকের জিএম মো. গোলাম মরতুজা, বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের ডিজিএম মোহাম্মদ আমিনুর রহমান চৌধুরী, যুগ্ম পরিচালক মো. লুৎফুল হায়দার পাশা ও এস এম খালেদ আব্দুল্লাহ এবং রূপালী ব্যাংকের সাধারণ ঋণ ও এসএমই বিভাগের ডিজিএম রমেশ চন্দ্র সিকদার ও এসপিও এ কে এম ফারুকুল ইসলাম উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা