যুবাদের জন্য সফট স্কিলের উপর একটি বাংলা অ্যান্ড্রয়েড অ্যাপ উদ্বোধন করেছে উত্তরণ। আনুষ্ঠানিক চাকরির বাজারে কর্মরত অদক্ষ এবং দক্ষ যুবকদের সফটস্কিল সম্পর্কে জানানোর জন্য এই অ্যাপটি নির্মাণ করা হয়েছে। উন্নত জীবনের লক্ষ্যে একটি দক্ষতা উন্নয়নমূলক প্রকল্প- যার অর্থায়নে রয়েছে শেভরন এবং বাস্তবায়নে সুইসকন্ট্যাক্ট।
উদ্বোধন অনুষ্ঠান সম্প্রতি ঢাকার ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ বলেন, এই অ্যাপটি প্রশিক্ষণার্থীদের সফটস্কিলের মাধ্যমে পেশাগত জীবনের সমস্যা মোকাবেলা করতে এবং মানিয়ে নিতে সাহায্য করবে। উত্তরণ প্রকল্পের এই অভিনব উদ্যোগ প্রযুক্তির সঠিক ব্যবহার করে প্রশিক্ষনার্থীদের কারিগরি প্রশিক্ষণ প্রদান করে মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখছে।
শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার বলেন, “উত্তরণের এই অ্যাপটি কর্মীদের তাদের পেশাগত জীবনে মানিয়ে নিতে এবং তাদের সফট স্কিল তৈরিতে সাহায্য করবে। উত্তরণ প্রকল্পের এই উদ্যোগ প্রযুক্তির সাথে তাল মিলিয়ে তরুণ সমাজকে সম্পূর্ণরূপে বিকাশ করতে সাহায্য করবে কারণ আমরা প্রযুক্তিগত এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদের পুঁজি বাড়ানোর জন্য কাজ করি। "
শেভরন বাংলাদেশের ডিরেক্টর, কর্পোরেট অ্যাফেয়ার্স ইমরুল কবির বলেন, “উত্তরণ মোবাইল অ্যাপটি একটি সফটস্কিল ডেভেলপমেন্ট অ্যাপ যা উত্তরণ প্রকল্পের অধীনে একটি নতুন সংযোজন, আমরা এই অ্যাপটি উপস্থাপন করতে পেরে আনন্দিত কারণ এটিই প্রথম বাংলা ভাষার সফট স্কিল অ্যাপ যা যুব কর্মশক্তিকে সফট স্কিল সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে অবহিত করে। “
সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান বলেন, “অ্যাপটি নির্মিত হয়েছে আমাদের বাস্তবিক কাজ এবং ইন্ডাস্ট্রির চাহিদার কথা মাথায় রেখে। বাংলা ভাষায় এরকম একটি অ্যাপ তৈরি করতে পেরে আমরা গর্বিত। যেই যুবাদের কর্মক্ষেত্রে অধিকতর সাফল্যের জন্য এই অ্যাপ তৈরি করা হয়েছে তাঁরা এটি ব্যবহারের মাধ্যমে দ্রুত উপকৃত হবে এটাই আমার প্রত্যাশা। “
তিন বছর মেয়াদী প্রকল্পটি সুইসকন্ট্যাক্ট সিলেট, ঢাকা এবং খুলনা বিভাগে বাস্তবায়ন করছে। উত্তরণ প্রকল্পের তিনটি লক্ষ্য হলো, ২০০০ যুবাকে প্রশিক্ষণ প্রদান এবং সিলেট সিটি কর্পোরেশনের সাথে পার্টনারশিপের মাধ্যমে একটি আধুনিক ট্রেনিং সেন্টার স্থাপন করা, যা প্রকল্প পরবর্তী সময়কালে সিলেট সিটি কপোরেশন পরিচালনা করবে এবং উন্নত ওয়েল্ডিং প্রশিক্ষণের জন্য একটি জাতীয় পর্যায়ের প্রশিক্ষণ ইনস্টটিউিটকে আপগ্রেড করতে সহায়তা করা।