দেশ জেনারেল ইনস্যুরেন্স কম্পানি লিমিটেডের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত ১৯ এপ্রিল রাজধানীর গুলশান ক্লাবে কম্পানির চেয়ারম্যান মো. জসিম উদ্দিন (প্রেসিডেন্ট এফবিসিসিআই এবং বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান) কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরশেদ আলম এমপি। এ ছাড়া মুখ্য নির্বাহী কর্মকর্তা, পরিচালকবৃন্দ এবং গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে কম্পানির চেয়ারম্যান মো. জসিম উদ্দিন এ বছরকে টার্নিং পয়েন্ট হিসেবে ধরে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে কম্পানিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।