kalerkantho

মঙ্গলবার ।  ১৭ মে ২০২২ । ৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৫ শাওয়াল ১৪৪৩  

২০২২ সালকে সিএমএসএমই বর্ষ ঘোষণা রূপালী ব্যাংকের

অনলাইন ডেস্ক   

১৮ এপ্রিল, ২০২২ ১৬:৩০ | পড়া যাবে ১ মিনিটে২০২২ সালকে সিএমএসএমই বর্ষ ঘোষণা রূপালী ব্যাংকের

রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২২ সালকে সিএমএসএমই বর্ষ ঘোষণা করেছে। এই কার্যক্রমের অংশ হিসেবে বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে সিএমএসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধির জন্য এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ সংশ্লিষ্ট সকলকে ২০২২ সালের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও জিএম পারসুমা আলম, মো. গোলাম মরতুজা, মো. হারুনুর রশীদ, কাজী আবদুর রহমান, কাজী ওয়াহিদুল ইসলাম ও মো. ফয়েজ আলম, সাধারণ ঋণ ও এসএসই বিভাগের ডিজিএম এবং ভার্চ্যুয়ালি ১০টি বিভাগীয় কার্যালয়ের জিএম, ৩৫টি আঞ্চলিক কার্যালয় ও ১৩টি কর্পোরেট শাখার ডিজিএমরা যুক্ত ছিলেন।সাতদিনের সেরা