রাজশাহীতে ১ এপ্রিল (শুক্রবার) উদ্বোধন হলো দেশের বৃহত্তম লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের ২৫তম আউটলেট। অত্যাধুনিক নির্মাণশৈলীর ১২ হাজার বর্গফুটের দুই তলা বিশিষ্ট এই আউটলেটে পোশাক, ঘর সাজানোর ও জুয়েলারি পণ্যসহ আড়ংয়ের সাব-ব্র্যান্ড তাগা, তাগা ম্যান, এবং আড়ং আর্থের পণ্যগুলো পাওয়া যাবে। এ ছাড়া আড়ংয়ের ঈদের কালেকশন পাওয়া যাবে এই আউটলেটটিতে।
আড়ংয়ের সিওও মোহাম্মদ আশরাফুল আলম আড়ং ও ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে আউটলেটটি উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
আউটলেটে প্রবেশের আগে গ্রাহকদের মাস্ক পরিধান করা আবশ্যক এবং তাপমাত্রা পরীক্ষাসহ হাত স্যানিটাইজ করতে হবে। এ ছাড়া গ্রাহকরা সীমিত সময়ের জন্য ৫ হাজার টাকা বা তার বেশি কেনাকাটা করে ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’-এর সদস্য হতে পারবেন এবং সারা বছর ব্যাপী বিশেষ সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।
আড়ং বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের একটি সামাজিক উদ্যোগ। আউটলেটের ঠিকানা: ৯০২, কুমারপাড়া মোড়, বোয়ালিয়া, রাজশাহী।