রান্নার প্রতিযোগিতা 'ডিপিএস এসটিএস শেফ মিনিস্টার দ্য বিগেস্ট কুকিং কম্পিটিশন ফর মাদারস' আয়োজন করতে যাচ্ছে ডিপিএস এসটিএস স্কুল ঢাকা। ম্যাগির টাইটেল স্পন্সরশিপে ও বেঙ্গল মিটের কো-স্পন্সরশিপে আনা এই প্রতিযগিতার প্রথম কর্মশালা হয়ে গেল ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায়।
বাছাই করা শেফদের দিয়ে পরিচালিত এ কর্মশালায় মায়েরা বিনামূল্যে নিবন্ধন করতে পারছেন। তিন মাসের এই আয়োজনে তিনটি অনলাইন রান্নার কর্মশালা রয়েছে।
বিজ্ঞাপন
ডিপিএস এসটিএস স্কুলের অধ্যক্ষ ড. শিবানন্দ সিএস বলেন, 'এই কর্মশালা ও প্রতিযোগিতার মাধ্যমে ঢাকার সেরা রন্ধন প্রতিভা খুঁজে পাওয়ার পাশাপাশি লক্ষাধিক মানুষকে নিজের ও নিজের রান্না খাবারের প্রতি বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করতে পারব বলে আশা করছি। '
নিবন্ধনের লিংক : https://tinyurl.com/27s2c7yy।