kalerkantho

মঙ্গলবার । ৪ মাঘ ১৪২৮। ১৮ জানুয়ারি ২০২২। ১৪ জমাদিউস সানি ১৪৪৩

'ইউআইইউ ক্লাব-ফোরাম ফেস্ট ২০২১' অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   

২৮ নভেম্বর, ২০২১ ২১:০৫ | পড়া যাবে ২ মিনিটে'ইউআইইউ ক্লাব-ফোরাম ফেস্ট ২০২১' অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার এবং ডিরেক্টরেট অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স যৌথভাবে 'ইউআইইউ ক্লাব-ফোরাম ফেস্ট ২০২১' শিরোনামে দুই দিনব্যাপী অনুষ্ঠান ২৭-২৮ নভেম্বর ২০২১ তারিখে ইউআইইউ খেলার মাঠে আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মোফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আবুল কাশেম মিয়া, কো-অর্ডিনেশনের পরিচালক প্রফেসর এ এস এম সালাহউদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) লে. কর্নেল মো. ফজলুল হক, পিএসসি (অব.), ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার এবং স্টুডেট অ্যাফেয়ার্স এর পরিচালক মো. মঞ্জুরুল হক খান।

উক্ত দুই দিনের ফেস্টে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৩টি ক্লাব এবং ১২টি ফোরাম একসঙ্গে অংশ গ্রহণ করে। ক্লাব ও ফোরামের সদস্যরা তাদের নিজ নিজ ক্লাব ও ফোরামের কার্যক্রম উপস্থাপন করে। দীর্ঘ ১৯ মাস পর এই অনুষ্ঠান শিক্ষার্থীদের করোনাকালীন ক্লান্তি ও অবসন্নতা কাটিয়ে মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন। ফেস্টের সমাপনী দিনে শিরোনামহীন ব্যান্ডের গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রোগ্রাম শেষ হয়।

উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তাবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উক্ত দুই দিনব্যাপী অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল দৈনিক কালের কণ্ঠ। সাতদিনের সেরা