kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

হোটেল সারিনায় দিনব্যাপী আয়োজনে 'আন্তর্জাতিক শিক্ষা মেলা ২০২১'

অনলাইন ডেস্ক   

৩০ অক্টোবর, ২০২১ ১৩:১৯ | পড়া যাবে ২ মিনিটেহোটেল সারিনায় দিনব্যাপী আয়োজনে 'আন্তর্জাতিক শিক্ষা মেলা ২০২১'

এক্সিয়ম এডুকেশনের উদ্যোগে মিচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে 'আন্তর্জাতিক শিক্ষা মেলা ২০২১'। আজ শনিবার (৩০ অক্টোবর) রাজধানীর হোটেল সারিনাতে দিনব্যাপী এ আয়োজনে কানাডা, আমেরিকা, ইউকে, মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে ১১০টি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক মেলা চলছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ, মিচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান মো. ওয়াকিলউদ্দিন, ফ্যাডক্যাবের প্রেসিডেন্ট কাজী ফরিদুল হক হ্যাপী এবং ফ্যাডক্যাবের সাধারণ সম্পাদক গাজী তারেক। এতে স্বাগত বক্তব্য রাখেন সেভ দ্য ইয়ুথ ফোরামের চেয়ারম্যান এ. সরকার বাবু এবং এক্সিয়ম এডুকেশনের ব্যবস্থাপনা পরিচালক মোজ্জামেল হক। এ আয়োজনে সভাপতিত্ব করেন এক্সিয়ম এডুকেশনের চেয়ারম্যান মো. ওয়াকিল আহমেদ। 

অনুষ্ঠানে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। তারা অভিভাবকসহ উপস্থিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশের পছন্দের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি ও স্কলারশিপ নিয়ে খোঁজখবর নিচ্ছেন। ভিসা প্রসেসিংসহ যাবতীয় সহায়তা এ আয়োজনে করা হচ্ছে। 

এ আয়োজনের মিডিয়া পার্টনার কালের কণ্ঠ, ডেইলি সান, নিউজ২৪, ক্যাপিটাল এফএম এবং ইউএনবি। সাতদিনের সেরা