kalerkantho

মঙ্গলবার । ১৩ আশ্বিন ১৪২৮। ২৮ সেপ্টেম্বর ২০২১। ২০ সফর ১৪৪৩

ইউনিভার্সেল নার্সিং কলেজ এবং ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির চুক্তি

অনলাইন ডেস্ক   

২৮ আগস্ট, ২০২১ ১৭:২৬ | পড়া যাবে ১ মিনিটেইউনিভার্সেল নার্সিং কলেজ এবং ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির চুক্তি

গতকাল শুক্রবার সকাল ৯টায় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিভার্সেল নার্সিং কলেজ এবং বিশ্বে নার্সিং শিক্ষায় শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের অন্যতম অষ্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির সাথে একাডেমিক ও সায়েন্টিফিক, গবেষণা, ছাত্র-ছাত্রীদের স্কলারশিপসহ উচ্চতর শিক্ষায় সুযোগ বিষয়ক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।

ভার্চুয়ালি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী দিলীপ কুমার পাল,

ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্র্ত্তী, গবেষণা প্রধান অধ্যাপক ডাঃ রিদওয়ানুর রাহমান, উপদেষ্টা ডাঃ জাফর উল্লাহ, ইউনিভার্সে নার্সিং কলেজের অধ্যক্ষ এন্থোনিয়া ডি কস্তা, হেড অব হিউম্যান রিসোর্স ফয়সাল উদ্দিন এবং ওয়েষ্টার্ন সিডনি ইউনিভার্সিটি, অষ্ট্রেলিয়ার ভাইস চ্যান্সেলর এন্ড প্রেসিডেন্ট প্রফেসর বার্নে গ্লোভার এও, ডেপুটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ডেবরাহ সোয়েনে, প্রো ভাইস চ্যান্সেলর (গ্লোবাল ডেভেলপমেন্ট) প্রফেসর ই-চেন লান, ডিন (স্কুল অব নার্সিং এন্ড মিডওয়াইফারি) প্রফেসর ডেবরাহ হ্যাচার, ডেপুটি ডিন লিয়্যান্ হিটন, এসোসিয়েট ডিন (ইন্টারন্যাশনাল এন্ড এনগেজমেন্ট) ক্যাথ পিটারস।

এই চুক্তি বাংলাদেশে নার্সিংয়ে উচ্চতর শিক্ষায় যুগান্তকারী অবদান রাখবে বলে জানিয়েছে । প্রেস রিলিজ।সাতদিনের সেরা