kalerkantho

শুক্রবার । ৯ আশ্বিন ১৪২৮। ২৪ সেপ্টেম্বর ২০২১। ১৬ সফর ১৪৪৩

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অনলাইনে নবীনবরণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   

২৩ আগস্ট, ২০২১ ১৫:২৬ | পড়া যাবে ১ মিনিটেসাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অনলাইনে নবীনবরণ অনুষ্ঠিত

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে সামার সেমিস্টার ২০২১-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ২৩ আগস্ট অনলাইনে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম। সম্মানিত অতিথি ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিনিধি সদস্য এম কামালউদ্দিন চৌধুরী। তিনি ফল সেমিস্টার ২০২১ এ টিউশন ফি'তে ২৫% ও ভর্তি ফি'তে ৬০% স্কলারশিপে ভর্তির ঘোষণা দেন। এছাড়াও তিনি জানান, ১১টি ক্যাটাগরিতে সর্বোচ্চ ১০০% স্কলারশিপে সাউথইস্টে ভর্তির সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব:) কাজী ফকরুদ্দীন আহমেদ। জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ এর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন। এ সময় অন্যান্যের মধ্যে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অনলাইনে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।সাতদিনের সেরা