kalerkantho

বুধবার । ১৩ শ্রাবণ ১৪২৮। ২৮ জুলাই ২০২১। ১৭ জিলহজ ১৪৪২

পেপারফ্লাই ও ডিজিকনের মধ্যে চুক্তি

অনলাইন ডেস্ক   

১৯ জুন, ২০২১ ১৮:৫১ | পড়া যাবে ১ মিনিটেপেপারফ্লাই ও ডিজিকনের মধ্যে চুক্তি

দেশের সবচেয়ে শক্তিশালী ডোরস্টেপ ডেলিভারি নেটওয়ার্ক পেপারফ্লাই তাদের কল সেন্টার পরিষেবা পরিচালনার জন্য শীর্ষ কাস্টমার সার্ভিস আউটসোর্সিং সংস্থা ডিজিকন টেকনোলজিসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। সম্প্রতি তারা এ চুক্তি করে বলে পেপারফ্লাইয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেপারফ্লাই তাদের প্রযুক্তি নির্ভর ডেলিভারি সেবা ও উন্নত গ্রাহকসেবার জন্য পরিচিত। সময়ের সাথে সাথে তারা তাদের গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরো উন্নত করে চলেছে। তাদের বিশ্বাস, পেপারফ্লাই এবং ডিজিকনের মধ্যে এই চুক্তি গ্রাহকের সমস্যাগুলো দ্রুত সমাধানে সহায়তা করবে যা উন্নততর গ্রাহক অভিজ্ঞতার পথ প্রশস্ত করবে।সাতদিনের সেরা