kalerkantho

মঙ্গলবার । ১ আষাঢ় ১৪২৮। ১৫ জুন ২০২১। ৩ জিলকদ ১৪৪২

সুস্বাস্থ্য নিশ্চিতে বিসিএসআইআর-এর বায়োমেডিক্যাল ও টক্সিকোলজিক্যাল গবেষণা

অনলাইন ডেস্ক   

৭ জুন, ২০২১ ১৯:৩৮ | পড়া যাবে ১ মিনিটেসুস্বাস্থ্য নিশ্চিতে বিসিএসআইআর-এর বায়োমেডিক্যাল ও টক্সিকোলজিক্যাল গবেষণা

সুস্বাস্থ্য নিশ্চিতকরণে বায়োমেডিক্যাল ও টক্সিকোলজিক্যাল গবেষণা শীর্ষক অংশীজন মতবিনিময় কর্মশালা আজ সকাল ১০ টায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর আইএফএসটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মুহাম্মদ শওকত আলী-সদস্য (অর্থ ও প্রশাসন) এবং পরিষদ সচিব শাহ্ আবদুল তারিক।

প্রধান অতিথির ভাষণে চেয়ারম্যান মহোদয় বলেন ”বাঙ্গালি জাতির রাখাল রাজা বঙ্গবন্ধুর প্রতি বিজ্ঞানী/গবেষক হিসেবে শ্রদ্ধা জানাতে হলে নতুন নতুন গবেষণা এবং উদ্ভাবনের মাধ্যমে দেশ ও জাতির কল্যান সাধন করতে হবে। বর্তমান সরকার আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ গবেষণাগার তৈরি করে দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব উন্নত গবেষণার মাধ্যমে জাতির চাহিদা পূরণ করা।”

তিনি আরও বলেন “সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে বিসিএসআইআর নতুনভাবে দেশবাসীর সামনে উপস্থাপিত হবে।” সংবাদ বিজ্ঞপ্তি।সাতদিনের সেরা