kalerkantho

শুক্রবার । ২৪ বৈশাখ ১৪২৮। ৭ মে ২০২১। ২৪ রমজান ১৪৪২

চট্টগ্রামে বিদ্যানন্দের করোনা হাসপাতালে সিট খালি!

নিজস্ব প্রতিবেদক   

২৪ এপ্রিল, ২০২১ ২১:৪১ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে বিদ্যানন্দের করোনা হাসপাতালে সিট খালি!

করোনাভাইরাস আক্রান্ত রোগীর চাপে যেখানে সরকারী হাসপাতালগুলো হিমসিম খাচ্ছে সেখানে সব সুবিধা নিয়েও অনেকটাই খালি পড়ে আছে চট্টগ্রামে স্থাপিত বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল।

রোগীরা না জানার কারণেই এমনটা হয়েছে বলে মনে করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। ‌'এক টাকার আহার' ফেসবুক পেইজে এই হাসপাতালের সুবিধা সম্পর্কে সবাইকে জানানোর জন্য অনুরাধ জানানো হয়েছে।

হাসপাতাল সম্পর্কে বলা হয়েছে, করোনা আক্রান্ত রোগীদের জন্য এই হাসপাতালে রয়েছে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা। এ্যাম্বুলেন্স সার্ভিস, ঔষধ, এমনকি মেডিক্যাল টেস্টও বিনামূল্যে দেয়া হচ্ছে।

হাসপাতালটির ঠিকানা হচ্ছে- বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতাল, বনিক পাড়া, সাগরিকা রোড, পাহাড়তলী, চট্টগ্রাম। ফোন- ০১৮৭৮১১৬২৩৫।সাতদিনের সেরা