kalerkantho

মঙ্গলবার । ৭ বৈশাখ ১৪২৮। ২০ এপ্রিল ২০২১। ৭ রমজান ১৪৪২

চিটাগং ইন্ডিপেন্ডন্ট ইউনিভার্সিটির উপাচার্য বললেন

‘বঙ্গবন্ধুর ভাষণ আগামীদিনের বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়’

অনলাইন ডেস্ক   

৭ মার্চ, ২০২১ ২০:০৪ | পড়া যাবে ২ মিনিটে‘বঙ্গবন্ধুর ভাষণ আগামীদিনের বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়’

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সিআইইউ আয়োজন করেছিল আলোচনা সভার

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ আগামি দিনের সুন্দর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় বলে মন্তব্য করেছেন চিটাগং ইন্ডিপন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।

তিনি বলেছেন, ১৯৭১ সালের ৭ মার্চ লাখো জনতার উপস্থিতিতে রেসকোর্স ময়দানে দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণ যুগ যুগ ধরে এদেশের মানুষকে দেশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে উদ্বুদ্ধ করবে।

এই ভাষণ নিছক কোনো বক্তব্য নয়, এখানে অর্থনৈতিক মুক্তি আর গণমানুষের মনের কথা মিশে আছে বলেও উল্লেখ করেন তিনি।

রবিবার সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। দিবসটি পালন উপলক্ষে নগরের জামালখান ক্যাম্পাসে সিআইইউ কর্তৃপক্ষ হাতে নিয়েছিল নানান কর্মসূচি।

সিআইইউর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমার প্রাণবন্ত সঞ্চালনে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, বিজনেস স্কুলের ডিন ড. নাঈম আবদুল্লাহ, অধ্যাপক নুরুল আবসার, স্কুল অব ল’র উপদেষ্টা অধ্যাপক মো. জাকির হোসেন, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর প্রভাষক নসিহ উল ওয়াদুদ আলম, জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব কুমার দোয়েল দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

মন্তব্যসাতদিনের সেরা