মহান বিজয় দিবস উপলক্ষে সিআইইউতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী
৫০তম মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রতিটি নাগরিককে নিজের দায়িত্ব পালনের মাধ্যমে দেশের উন্নয়ন, অগ্রগতি ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।
তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস পরিবর্তন হলেও সত্য কখনই চাপা থাকে না। এদেশে জন্ম নিয়ে আমরা গর্বিত। তাই সবার উচিত যার যার অবস্থান থেকে নিজের দায়িত্বটুকু ঠিকভাবে পালনের মাধ্যমে লাল সবুজের দেশটাকে এগিয়ে নিতে সহায়তা করা।
গত ১৬ ডিসেম্বর সকালে মহান বিজয় দিবস উপলক্ষে সিআইইউ শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের জন্য ভার্চুয়ালি এই আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।
সিআইইউর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমার প্রাণবন্ত সঞ্চালনে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্কুল অব ল’র উপদেষ্টা অধ্যাপক মো. জাকির হোসেন, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. আসিফ ইকবাল, আইকিউএসির উপদেষ্টা ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, এইচআরএম বিভাগের প্রধান অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, ইংরেজি বিভাগের প্রধান রিফাত তাসনীম, প্রভাষক নসিহ উল ওয়াদুদ আলম, অ্যাকাউন্টিং বিভাগের প্রধান ড. ইমন কল্যাণ চৌধুরী, কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক আতিকুর রহমান, স্কুল অব ল’র প্রভাষক মো. আদনান কবির, পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন, প্রশাসনিক শাখার উপ-পরিচালক কুমার দোয়েল দে, শিক্ষার্থী সন্ত সত্তম বিশ্বাস দীপ, রেজওয়ানা রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের অর্জনকে বৈষম্যমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের সোপান হিসেবে অন্তরে ধারণ করার বিষয়ে তাদের আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য