kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বগুড়া জোনের ব্যবসা পর্যালোচনা সভা

অনলাইন ডেস্ক   

২৪ নভেম্বর, ২০২০ ১৮:৪৮ | পড়া যাবে ১ মিনিটেআল-আরাফাহ ইসলামী ব্যাংকের বগুড়া জোনের ব্যবসা পর্যালোচনা সভা

আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) বগুড়া জোনের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি (১৯ নভেম্বর) বগুড়ার ক্যাসল সোয়াদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও বগুড়া জোনের মেন্টর সৈয়দ মাসুদুল বারী। এসভিপি ও বগুড়া জোনের প্রধান মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় ১৮টি শাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন। 

বগুড়া জোনের মেন্টর সৈয়দ মাসুদুল বারী শাখা ব্যবস্থাপকগণকে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে টার্গেট অর্জনের প্রতি আরো মনোযোগী হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, আমানত ও মান সম্পন্ন বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি গ্রাহক সেবায় শাখা সমূহকে আরো আন্তরিক হওয়ার মাধ্যমে উন্নত ও দ্রুততর সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি শ্রেণিকৃত বিনিয়োগ কমিয়ে আনার মাধ্যমে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি নিশ্চিতকরণের বিষয়ে সকলকে আরো সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

মন্তব্যসাতদিনের সেরা