ডাচ্-বাংলা ব্যাংক পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রির ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (PCI DSS) সনদ অর্জন করেছে। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক প্রথমসারির স্বীকৃত তথ্য-প্রযুক্তি নিরাপত্তা সুরক্ষামূল্যায়নকারী প্রতিষ্ঠান এনসিসি গ্রুপের এই সনদ পায় ব্যাংকটি।
তথ্য-প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে বৃহৎ ও পথিকৃৎ ডাচ্-বাংলা ব্যাংকের রয়েছে সবচেয়ে বড় অবকাঠামো। ১০ হাজারেরও বেশি এন্ডপয়েন্ট, সকল শাখা, এটিএম ও ফাস্ট ট্র্যাক, পিওএস, কল সেন্টার, পেমেন্ট গেটওয়ে, ই-কমার্স, কোর ব্যাংকিং সিস্টেম (CBS), পেমেন্ট স্যুইচিং, ডেবিট এবং ক্রেডিট কার্ড এবং পিন ইস্যু সিস্টেমসমূহকে সমন্বয় করে এই গড়ে ওঠেছে এই অবকাঠামো। এই ধরনের বিশাল নেটওয়ার্কের জন্য পিসিআই ডিএসএসের সম্মতি পাওয়া একটি দুঃসাধ্য কাজ। তবে ডাচ্-বাংলা ব্যাংক সফলভাবে এই কাজগুলো সম্পন্ন করেছে। এই অর্জনের ফলে ডাচ্-বাংলা ব্যাংক গ্রাহকদের আরো নিরাপদ এবং গ্রহণযোগ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।
মন্তব্য