kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

রূপালী ব্যাংকের সঙ্গে রবির চুক্তি

অনলাইন ডেস্ক   

১৯ নভেম্বর, ২০২০ ২১:৩৪ | পড়া যাবে ১ মিনিটেরূপালী ব্যাংকের সঙ্গে রবির চুক্তি

সম্প্রতি রূপালী ব্যাংক লিমিটেড ও রবি আজিয়াটা লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রূপালী ব্যাংকের ডিজিএম মো. রহমত উল্লাহ সরকার ও রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

এ চুক্তির ফলে এখন থেকে রূপালী ব্যাংক কর্মকর্তারা সর্বনিম্ন কলরেটে সারাদেশে কথা বলার সুযোগ পাবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে।

অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর, জিএম অশোক কুমার সিংহ রায়, মো. শফিকুল ইসলাম, গোলাম মর্তূজা, খান ইকবাল হোসেন, ওয়াহিদা বেগম, সালমা বানু, ইয়াছমিন বেগম, রবির জিএম মোস্তফা কামাল ইউসুফসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা