kalerkantho

শনিবার। ২ মাঘ ১৪২৭। ১৬ জানুয়ারি ২০২১। ২ জমাদিউস সানি ১৪৪২

পূবালী ব্যাংক ও আনোয়ার ল্যান্ডমার্কের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

অনলাইন ডেস্ক   

১৯ নভেম্বর, ২০২০ ১৯:৫৮ | পড়া যাবে ১ মিনিটেপূবালী ব্যাংক ও আনোয়ার ল্যান্ডমার্কের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

পূবালী ব্যাংক লিমিটেড এবং আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেড এর মধ্যে একটি সমঝোতা স্মারক ব্যাংকের প্রধান কার্যালয়ে আজ স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন পূবালী ব্যাংক লিমিটেডের কনজ্যুমারস্ ক্রেডিট ডিভিশন প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ এবং আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেড এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আফজাল উদ্দিন আহমেদ।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আলীসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে পূবালী ব্যাংক লিমিটেড ফ্ল্যাট, জমিসহ বাড়ি, অফিস বা কমার্শিয়াল স্পেস ক্রয়ের জন্য আকর্ষনীয় সুদে সহজ মাসিক কিস্তিতে সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত ঋণ দেবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে।

মন্তব্যসাতদিনের সেরা