kalerkantho

শনিবার । ৯ মাঘ ১৪২৭। ২৩ জানুয়ারি ২০২১। ৯ জমাদিউস সানি ১৪৪২

এইসেস পুরস্কার ২০২০

এশিয়ার আউটস্ট্যান্ডিং লিডারের সম্মাননা পেলেন আজিজ খান

অনলাইন ডেস্ক   

১৮ নভেম্বর, ২০২০ ২০:৩২ | পড়া যাবে ২ মিনিটেএশিয়ার আউটস্ট্যান্ডিং লিডারের সম্মাননা পেলেন আজিজ খান

সামিট গ্রুপ অফ কোম্পানিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানকে এশিয়ার অন্যতম আউটস্ট্যান্ডিং লিডারের উপাধিতে ভূষিত করলো মরস্ গ্রুপ আয়োজিত এইসেস পুরস্কার ২০২০। এ বছর জুরি প্যানেল সিঙ্গাপুর থেকে সাতজন প্রতিনিধিত্বকারীদের মধ্যে অসামান্য নেতৃত্বের জন্য তাঁকে এই স্বীকৃতি প্রদান করলেন।

সম্প্রতি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এইসেস পুরস্কার ২০২০-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে মরস্ গ্রুপের সিইও শাংগারি বালাকৃষ্ণান বলেন, "সামিটের অবকাঠামো তৈরির প্রচেষ্টা তাদেরকে পরিণত করেছে অর্থনৈতিক সমৃদ্ধির আকাঙ্ক্ষার অগ্রদূতে।"

এই স্বীকৃতি লাভে মুহাম্মদ আজিজ খান বলেন, “আমি চাই আমার কাজের মাধ্যমে সকলকে সযত্নে নেতৃত্ব দিতে। আমি বিশ্বাস করি যে সব সময় আমার আশপাশে পরিবার, সহকর্মী আর বন্ধুদের মধ্যে নেতৃত্ব দেবার অনুপ্রেরণা জাগাতে সক্ষম হয়েছি।"

মুহাম্মদ আজিজ খান সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল, সামিট হোল্ডিংস লিমিটেড এবং ইপকো ডেভেলপমেন্টস (বাংলাদেশ) লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। সামিট গ্রুপের প্রধান কার্যালয় সিঙ্গাপুরে অবস্থিত। এটি বাংলাদেশের বৃহত্তম অবকাঠামো উন্নয়নকারি শিল্পগোষ্ঠী । প্রতিষ্ঠানটিতে প্রায় ৬,০০০ লোকের কর্মসংস্থান রয়েছে। মূলত বিদ্যুৎ-জ্বালানি, বন্দর, লজিস্টিক, তথ্য-প্রুযুক্তি এবং আতিথেয়তা খাতে সামিট গ্রুপের বিনিয়োগ রয়েছে। ২০২০ সালের ফোর্বসের তথ্যানুসারে আজিজ খান সিঙ্গাপুরের ৩৭তম ধনী। এছাড়া তিনি ফিনল্যান্ডের অনরারি কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ডিগ্রিধারী।

ব্যক্তিগত জীবনে তিনি আঞ্জুমান আজিজ খান এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। তাদের তিনজন কন্যাসন্তান রয়েছেন যাদের নাম আয়েশা, আদিবা ও আজিজা।

মন্তব্যসাতদিনের সেরা