kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

জেসিআই ঢাকা ইস্টের সাধারণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   

১ নভেম্বর, ২০২০ ১৫:৫০ | পড়া যাবে ২ মিনিটেজেসিআই ঢাকা ইস্টের সাধারণ সভা অনুষ্ঠিত

গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে জেসিআই ঢাকা ইস্টের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় নতুন বোর্ড গঠন করে আগামী বছরের কার্যক্রম নির্ধারণ করা হয়।

সভায় জেসিআই ঢাকা ইস্টের ২০২১ সালের লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ইজাজ মোহাম্মদ। পরবর্তী মেয়াদে ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ২০২০ সালের লোকাল প্রেসিডেন্ট ওয়াসিফ ওয়াহেদ ও সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন শোভনা শহীদ।

বোর্ড গঠনের আগে জেসিআই ঢাকা ইস্টের তৃতীয় জেনারেল মেম্বার মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে রিফ্লেক্সোলজির একটি অধিবেশন পরিচালনা করেন রিফ্লেক্সোলজিসট শাহিদা সুলতানা। অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ইস্টের অন্যান্য সাধারণ সদস্যরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে জেসিআই।

সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আরমান খান, ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাকিব আহমেদ, ন্যাশনাল সেক্রেটারি জেনারেল লিসা জাহান, ন্যাশনাল লিগ্যাল কাউন্সেলর ইরফান হক, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট শাহেদুল আজম, পাস্ট লোকাল প্রেসিডেন্ট রুমানা চৌধুরী, পাস্ট লোকাল প্রেসিডেন্ট আহমেদ এ রহমান, পাস্ট লোকাল প্রেসিডেন্ট মাহমুদুন নবী ও ইমিডিয়েট পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট ফায়াজ আতিকুল ইসলাম। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ নেতাদের নিয়ে গঠিত একটি বিশ্বব্যাপী সংগঠন। জেসিআই ঢাকা ইস্ট জেসিআই বাংলাদেশ এর সবচেয়ে পুরনো চ্যাপ্টার।

এই রকম আরো খবর

মন্তব্যসাতদিনের সেরা