kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

ডিবি অফিস সাজবে এক্স সিরামিক্স টাইলসে

অনলাইন ডেস্ক   

২১ অক্টোবর, ২০২০ ১৯:৫৯ | পড়া যাবে ১ মিনিটেডিবি অফিস সাজবে এক্স সিরামিক্স টাইলসে

ডিবি অফিসের নতুন কার্যালয়ের নির্মাণকাজে এক্স সিরামিক্স গ্রুপ (এক্স ইনডেক্স কম্পানিজ-এর অঙ্গপ্রতিষ্ঠান) এর পক্ষ থেকে এন্টি স্লিপ টাইলস্ প্রদান করা হয়। এক্স ইনডেক্স কম্পানিজ--এর পক্ষ থেকে এন্টি স্লিপ টাইলস প্রদান করেন বদরুজ্জামান চৌধুরী (হেড অব এইচ আর অ্যান্ড অ্যাডমিন)।

অনুষ্ঠানে মো. মাহবুব আলম-পিপিএম, বার (যুগ্ম পুলিশ কমিশনার, ডিবি, ডিএমপি) ও মো. আব্দুল আহাদ-পিপিএম, বার (ডিসি, ডিবি, ডিএমপি) উপস্থিত ছিলেন।

এক্স সিরামিক্স গ্রুপ-এর অ্যান্টি স্লিপ টাইলসে বিশেষ কোটিং থাকায় তাতে পিছলে পড়ার সম্ভাবনা থাকে না। এজন্য ডিবি কার্যালয়ের পক্ষ থেকে অ্যান্টি স্লিপ টাইলস-এর ভূয়সী প্রশংসা করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা