kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি

শিক্ষায় প্রাণ ফেরাতে নানামুখী উদ্যোগ ২৩তম সিন্ডিকেটে

অনলাইন ডেস্ক   

২০ অক্টোবর, ২০২০ ১৮:১৮ | পড়া যাবে ২ মিনিটেশিক্ষায় প্রাণ ফেরাতে নানামুখী উদ্যোগ ২৩তম সিন্ডিকেটে

করোনাকালীন বাড়িতে বসেই শিক্ষার্থীদের অংশ নিতে হচ্ছে ক্লাস-পরীক্ষায়। বেশির ভাগ ছাত্র-ছাত্রী-ই যেন সমস্যা কাটিয়ে ক্যাম্পাসে ফিরতে উদগ্রীব। তবে সংকটের এই মহাকালেও পড়ালেখায় নানান সুযোগ সুবিধা বৃদ্ধি ও শিক্ষায় প্রাণ ফেরাতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউর) বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। 

তিনি বলেন, একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা ছড়িয়ে দিতে সুদূরপ্রসারি পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে এই শিক্ষাপ্রতিষ্ঠান। করোনাকালীন শিক্ষার্থীদের পাঠ্য-কার্যক্রমে যাতে কোনো ধরণের ব্যাঘাত না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রয়েছে আমাদের। 

গতকাল সোমবার সকালে সিআইইউর ২৩তম ভার্চুয়াল সিন্ডিকেট বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। 

এই সময় বৈঠকে করোনা সংকট চলাকালীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার পাশাপাশি সিআইইউতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কোর্স চালু ও বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথশিক্ষা কার্যক্রম অব্যাহত রাখাসহ নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিআইইউর ট্রাস্টি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, ট্রাস্টি প্রকৌশলী আলী আহমেদ, ট্রাস্টি দিলরুবা আহমেদ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. কামরুল হোসাইন, অধ্যাপক ড. এম আইয়ুব ইসলাম, ড. নাঈম আবদুল্লাহ, ড. সৈয়দ মনজুর কাদের, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব আনজুমান বানু লিমা প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা