kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

আম্ফানে ক্ষতিগ্রস্তদের জন্য ফটোগ্রাফি প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক   

২১ সেপ্টেম্বর, ২০২০ ১৭:৩৭ | পড়া যাবে ২ মিনিটেআম্ফানে ক্ষতিগ্রস্তদের জন্য ফটোগ্রাফি প্রতিযোগিতা

গত ২০মে উপকূলের উপর দিয়ে বয়ে যায় সুপার সাইক্লোন আম্ফান। এতে রাতারাতি খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ উপকূলের কয়েকটি জেলা ধ্বংসযজ্ঞে পরিণত হয় যাদের মধ্যে এখনো অনেক পরিবার ফিরতে পারেনি তাদের আপন নীড়ে।

আম্ফানের এই ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরতে এবং বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্চাসেবী সংগঠন চেইঞ্জ মেকার্স অ্যালিয়েন্স (সিএমএ) আয়োজন করেছে এই ফটোগ্রাফি প্রতিযোগিতা।

গত ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে ২ অক্টোবর।

প্রতিযোগিরা নির্ধারিত বিষয়ের উপর ছবি জমা দিতে পারবেন; আম্ফান সংক্রান্ত যেকোন ছবি, আম্ফানে ক্ষতিগ্রস্ত এলাকা, মানুষ বা পশু পাখির ছবি, ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার ছবি, আম্ফানে নারী ও শিশুর ভোগান্তি, আম্ফানে প্রবীণদের অবস্থা, উপকূল স্বাস্থ্যে আম্ফানের প্রভাব, যে কেউ নিজের তোলা ছবিও জমা দিতে পারবেন "আম্ফানে ক্ষতিগ্রস্তদের জন্য ফটোগ্রাফি প্রতিযোগিতা" নামক ফেসবুক ইভেন্টে এবং সিএমএ ফেসবুক গ্রুপে।

প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ এবং ৫ম স্থান অধিকারি পাবেন আকর্ষণীয় পুরস্কার (প্রাইজ মানি)। এছাড়া সেরা ২০ জন প্রতিযোগি পাবেন সার্টিফিকেট। এবং তাদের ছবি নিয়ে প্রকাশ করা হবে আম্ফান এ্যালবাম।

উল্লেখ্য, চেইঞ্জ মেকারস অ্যালিয়েন্সের এই আয়োজনে স্পন্সর হিসেবে আছেন উপকূলের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডিএফ)। সহযোগি স্পন্সর হিসেবে সাথে আছে জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড বিজয়ী সংগঠন প্যারেন্টস এজিং ফাউন্ডেশন (পিএএফ)।

মন্তব্যসাতদিনের সেরা