kalerkantho

রবিবার  । ১৫ চৈত্র ১৪২৬। ২৯ মার্চ ২০২০। ৩ শাবান ১৪৪১

স্প্লেন্ডার প্লাস আইবিএস এবং আইথ্রিএস-এর উদ্ধোধন

কালের কণ্ঠ অনলাইন   

১২ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:৩৪ | পড়া যাবে ১ মিনিটেস্প্লেন্ডার প্লাস আইবিএস এবং আইথ্রিএস-এর উদ্ধোধন

হিরো বাজারে নিয়ে এলো নতুন স্প্লেন্ডার প্লাস। এতে যুক্ত হয়েছে ৫টি নতুন ফিচার সেফ্টির জন্য (আই বি এস) ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম, জ্বালাণি সাশ্রয়ীর জন্য (আই থ্রি এস) আইডল-স্টপ-স্টার্ট সিস্টেম, প্রশস্থ টিউবলেস টায়ার ও নতুন গ্রাফিক্স এছাড়াও পরিবেশ বান্ধব বি এস-৪ ইঞ্জিন। এর মূল্য ৯৬,৯৯০/- টাকা। 

আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহমেদ এবং এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিঃ এর চিফ অপারেটিং অফিসার নাগেন্দ্র দিবেদী ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার বিজয় কুমার মন্ডলসহ নিলয় মটরস্ লিঃ ও এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিঃ এর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। 

মন্তব্যসাতদিনের সেরা