kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

৫ম ঢাকা বাইক শো'তে ইয়ামাহার চোখ ধাঁধানো আয়োজন

কালের কণ্ঠ অনলাইন   

১৬ মার্চ, ২০১৯ ১১:৫৮ | পড়া যাবে ১ মিনিটে৫ম ঢাকা বাইক শো'তে ইয়ামাহার চোখ ধাঁধানো আয়োজন

এসিআই লিমিটেড এর সহযোগী এবং বাংলাদেশে ইয়ামাহার একমাত্র টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার হলো এসিআই মটরস। বর্তমানে দেশব্যাপী রয়েছে এর শক্তিশালী ডিলার ও সার্ভিস নেটওয়ার্ক। ১৪ থেকে ১৬ মার্চ ২০১৯ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরাতে অনুষ্ঠিত হচ্ছে ৫ম ঢাকা বাইক শো ২০১৯। যেখানে চোখ ধাঁধানো আয়োজন নিয়ে হাজির হয়েছে এসিআই মটরস- ইয়ামাহা।

ডিসপ্লে এবং অ্যাক্টিভিটি দুইভাগে সাজানো এই আয়োজন। প্রথমবারের মতো ইয়ামাহার আপকামিং নতুন মডেলের টাচ এন্ড ফিল এক্সপেরিয়েন্স নিতে পেরেছেন বাইকার এবং ক্রেতারা। 

স্পোর্টস, টুরিং, অফ রোড, স্টাইল ও পাওয়ার এবং স্কুটার এই পাঁচটি ডিফারেন্ট সেগমেন্ট এর বাইক নিয়ে সাজানো এই আয়োজন নজর কেড়েছে সকল বাইক প্রেমিদেরই। এর পাশাপাশি ইয়ামাহা রাইডিং একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে স্পেশাল স্কিলড রাইডিং ট্রেনিং প্রোগ্রাম, যা জাপান থেকে আগত বিশেষভাবে প্রশিক্ষিত ট্রেইনার দ্বারা পরিচালিত হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে বাইক চালানোর সময় সেফটি এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরা হয়েছে। 

বাইক প্রেমীদের জন্য আরো ছিল টেস্ট রাইড, জিমখানা রাইডিং এবং আরও নানা আকর্ষণীয় আয়োজন।

মন্তব্যসাতদিনের সেরা