kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১         

ইয়ামাহার 'আর১৫ মুভিস্টার' হস্তান্তর

কালের কণ্ঠ অনলাইন   

২২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:৪৬ | পড়া যাবে ১ মিনিটেইয়ামাহার 'আর১৫ মুভিস্টার' হস্তান্তর

এসিআই মটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এবং এর খুচরা যন্ত্রাংশের একমাত্র ডিস্ট্রিবিউটর। স্বনামধন্য কম্পানি এসিআই লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান এসিআই মটরস। বর্তমানে সারাদেশে এর ৩৯টিরও বেশি থ্রিএস (সেলস, সার্ভিস, স্পেয়ার পার্টস্) ডিলার পয়েন্ট এবং ২টি এসিআই ফ্ল্যাগশিপ সেন্টার রয়েছে।

এসিআই মটরস- ইয়ামাহা বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে 'আর১৫ মুভিস্টার' এডিশন। এই মোটরবাইকটির স্পোর্টি লুক এবং রেসিং ডিএনএ এসেই বিপুল সাড়া ফেলেছে তরুণ বাইকারদের মধ্যে। গত ১৯ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মিরপুর ৬০ ফিট রোডের ক্রিসেন্ট এন্টারপ্রাইজ এ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে 'আর১৫ মুভিস্টার' এডিশন এর হ্যান্ডওভার শুরু করা হয়।

অনুষ্ঠানে এসিআই মটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস এবং এসিআই মটরস এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

মন্তব্যসাতদিনের সেরা