kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

ম্যারিকো বাংলাদেশের নতুন প্রোডাক্ট উন্মোচন

কালের কণ্ঠ অনলাইন   

৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:৫১ | পড়া যাবে ১ মিনিটেম্যারিকো বাংলাদেশের নতুন প্রোডাক্ট উন্মোচন

শিশুদের জন্য আন্তর্জাতিক ব্র্যান্ড ‘প্যারাসুট জাস্ট ফর বেবি” এর পণ্য সমাহার  বাংলাদেশে নিয়ে এসেছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার এই অনুষ্ঠানে নতুন ৩টি প্রোডাক্ট উন্মোচন করেন। 

প্রাকৃতিক অলিভ ও আমন্ডের গুণসমৃদ্ধ জাস্ট ফর বেবি তেল, জাস্ট ফর বেবি লোশন ও জাস্ট ফর বেবি নো টিয়ার্স ওয়াশ শিশুর ত্বককে রাখে কোমল ও মসৃণ। বাবা-মায়েরা তাদের শিশুর জন্য নির্ভয়ে জস্ট ফর বেবি ব্যবহার করতে পারবেন। কারণ জাস্ট ফর বেবি সেফ কসমেটিক্স অস্ট্রেলিয়া কর্তৃক এ্যালার্জি টেস্টেড ও মেড সেফ সার্টিফাইড । 

মন্তব্যসাতদিনের সেরা