kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

মোটরসাইকেল এক্সচেঞ্জ শপ: নতুন ইয়ামাহা বাইক দিচ্ছে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ

কালের কণ্ঠ অনলাইন   

৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:০৯ | পড়া যাবে ১ মিনিটেমোটরসাইকেল এক্সচেঞ্জ শপ: নতুন ইয়ামাহা বাইক দিচ্ছে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ

ইয়ামাহার প্লাটিনাম ডিলার ক্রিসেন্ট এন্টারপ্রাইজ এর মিরপুর শোরুমে সম্প্রতি চালু হয়েছে মোটরসাইকেল এক্সচেঞ্জ শপ ইয়ামাহা রাইডারস্ পয়েন্ট। এই এক্সচেঞ্জ শপের মাধ্যমে যেকোনো গ্রাহক তার অন্য ব্র্যান্ডের মোটরসাইকেল অথবা পুরনো ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল এক্সচেঞ্জ করে নির্ধারিত মূল্য পরিশোধ করে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ এর মিরপুর শোরুম থেকে নিতে পারবেন নতুন ইয়ামাহা মোটরবাইক। 

ক্রিসেন্ট এন্টারপ্রাইজ এর নতুন এই উদ্যোগের মাধ্যমে আরো সহজ হল তরম্নণদের নতুন ইয়ামাহা বাইকে চড়ার স্বপ্ন। গত ৫ ফেব্রুয়ারি ২০১৯ মিরপুর ক্রিসেন্ট এন্টারপ্রাইজ (২৬৪/৪ মধ্য পীরেরবাগ, মিরপুর ৩০০ফিট, ঢাকা) এ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কয়েকজন গ্রাহক তাদের পুরনো মোটরসাইকেল এক্সচেঞ্জ করে বুঝে নিলেন নতুন ইয়ামাহা মোটর বাইক।

বাইক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন এসিআই মটরস্ এর জেনারেল ম্যানেজার জনাব শামীম আহমেদ এবং ক্রিসেন্ট এন্টারপ্রাইজ ও এসিআই মটরস্ এর অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

মন্তব্যসাতদিনের সেরা