kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

ম্যাগনিটো ডিজিটাল এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে হুয়াওয়ে

কালের কণ্ঠ অনলাইন   

২৯ এপ্রিল, ২০১৭ ১৬:১৫ | পড়া যাবে ১ মিনিটেম্যাগনিটো ডিজিটাল এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে হুয়াওয়ে

সম্প্রতি ঢাকায় হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড এবং ম্যাগনিটো ডিজিটালের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড এর ডিজিটাল এজেন্সি হিসেবে ম্যাগনিটো ডিজিটাল নিযুক্ত হয়ে হুয়াওয়ে মোবাইল বাংলাদেশ এর সকল ডিজিটাল মাধ্যম পরিচালনা করবে।

বাংলাদেশে সাফল্যের সাথে আস্থা অর্জন করা হুয়াওয়ে বিশ্বের শীর্ষস্থানীয় মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর একটি। ম্যাগনিটো ডিজিটাল বাংলাদেশের অন্যতম প্রধান ডিজিটাল এজেন্সি। 

গুলশানে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হুয়াওয়ে ডিভাইস বিজনেস ডিপার্টমেন্টের হেড অব মার্কেটিং মাসরুর হাসান মিম, অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার মো. মঞ্জুরুল কবির, পিআর ম্যানেজার সুমন সাহা এবং ম্যাগনিটো ডিজিটালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিইও রিয়াদ হুসেইন, সিও খাওয়ার সৌদ আহমেদ, অ্যাকাউন্ট ডিরেক্টর আরিফ রহমান ও ক্রিয়েটিভ ডিরেক্টর কৌশিক দে।সাতদিনের সেরা