kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

চলতি বিশ্ব

কঙ্গোতে এবোলায় সহস্রাধিক লোকের মৃত্যু

৮ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকঙ্গোতে এবোলায় সহস্রাধিক লোকের মৃত্যু

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে এবোলায় আক্রান্ত হয়ে সহস্র্রাধিক লোকের মৃত্যু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে ভাইরাসজনিত এ রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) সহকারী পরিচালক ডা. মাইকেল রিয়ান জানান, সহিংসতার কারণে আক্রান্তরা পর্যাপ্ত চিকিত্সা নিতে পারছে না। তা ছাড়া সচেতনতার অভাবে অনেকেই হাসপাতালে আসছে না।

কঙ্গোর আশপাশের দেশগুলোতে এবোলা ছড়িয়ে পড়ার আশঙ্কার কথাও জানান তিনি।

দেশটিতে এ পর্যন্ত এক লাখেরও বেশি মানুষকে এবোলা প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে, যা মোট জনসংখ্যার তুলনায় খুবই কম।

এর আগে ২০১৮ সালে এবোলায় অনেক লোকের প্রাণহানি হয়।

মন্তব্যসাতদিনের সেরা