kalerkantho

বুধবার । ২২ মে ২০১৯। ৮ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৬ রমজান ১৪৪০

ওয়েবে চাকরি

আব্দুন নুর নাহিদ   

১০ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেওয়েবে চাকরি

 রানার গ্রুপ

পদ ও যোগ্যতা : অফিসার/সিনিয়র অফিসার (শোরুম সেলস)। পদ ১৫টি।

যোগ্যতা : বিবিএ, এমবিএ অথবা অ্যাকাউন্টিং/ফিন্যান্স/ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক। কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা। পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স ৩২ বছর। চাকরির স্থান : দেশের যেকোনো জেলায় হতে পারে। বেতন : কম্পানির সুযোগ-সুবিধাসহ আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম : www.bdjobs.com থেকে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ : এপ্রিল ৩০, ২০১৯।

ওয়েব : www.runnerbd.com

 

 হুন্দাই মোটরস বাংলাদেশ লিমিটেড

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/সিনিয়র অফিসার (সেলস)। পদ সংখ্যা ২টি।

যোগ্যতা : বিবিএ, এমবিএ অথবা মার্কেটিং বিষয়ে স্নাতক। কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। চাকরির স্থান ঢাকা। বেতন : কম্পানির সুযোগ-সুবিধাসহ আলোচনা সাপেক্ষে। আবেদনের নিয়ম :www.bdjobs.com থেকে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ : ১৪ এপ্রিল, ২০১৯।

 

 নিটল-নিলয়

ফিন্যানশিয়াল অ্যানালিস্ট

যোগ্যতা : ফিন্যান্স বিষয়ে স্নাতক। কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।

পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতন : আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম : www.bdjobs.com থেকে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ : ৪ মে, ২০১৯। ওয়েব : .িহরঃড়ষহরষড়ু.পড়স.নফ

 

 এনার্জি প্যাক পাওয়ার স্টেশন লিমিটেড

সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ অডিট পদ সংখ্যা ২টি।

যোগ্যতা : বিকম (পাস) অ্যাকাউন্টিং/ফিন্যান্স/ম্যানেজমেন্ট অথবা যেকোনো বিষয়ে স্নাতক। কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। চাকরির স্থান ঢাকা। বেতন : কম্পানির সুযোগ-সুবিধাসহ আলোচনা সাপেক্ষে। আবেদনের নিয়ম : www.bdjobs.com থেকে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ : ১৩ এপ্রিল, ২০১৯। ওয়েব : www.energypac.com

 

 ইস্টার্ন ইউনিভার্সিটি

পদ : অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স)। পদ সংখ্যা ২টি।

যোগ্যতা : অ্যাকাউন্টিং/ফিন্যান্স বিষয়ে স্নাতক। কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। চাকরির স্থান ঢাকা। বেতন : কম্পানির সুযোগ-সুবিধাসহ আলোচনা সাপেক্ষে। আবেদনের নিয়ম : www.bdjobs.com থেকে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ : ১৫ এপ্রিল, ২০১৯। ওয়েব : easternuni.edu.bd

 

 আইএফআইসি ব্যাংক লিমিটেড

পদ : সেলস এক্সিকিউটিভ।

যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক। কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স ৩০ বছর। চাকরির স্থান : দেশের যেকোনো জেলায় হতে পারে। বেতন : কম্পানির সুযোগ-সুবিধাসহ আলোচনা সাপেক্ষে। আবেদনের নিয়ম : .িনফলড়নং.পড়স থেকে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ : ১৭ এপ্রিল, ২০১৯।

    

 

 

মন্তব্য