kalerkantho

মঙ্গলবার। ১৮ জুন ২০১৯। ৪ আষাঢ় ১৪২৬। ১৪ শাওয়াল ১৪৪০

ওয়েবে চাকরি

১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেওয়েবে চাকরি

* রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজ

পদ ও যোগ্যতা : সেলস অফিসার (পুরুষ), ৫০টি। যেকোনো ডিসিপ্লিনে এইচএসসি বা স্নাতক।

চাকরির ধরন : ফুলটাইম।

কর্মস্থল : বাংলাদেশের যেকোনো স্থানে।

বেতন : ৭০০০-১০০০০ টাকা।

আবেদনের নিয়ম : সিভিসহ ওয়াক-ইন-ইন্টারভিউয়ে অংশ নিতে হবে ১৯, ২৩, ২৬ ও ৩০ অক্টোবরের মধ্যে যেকোনো দিন সকাল ১০টায়।

আবেদনের শেষ তারিখ : ৩০ অক্টোবর।

ঠিকানা : বেঙ্গল হাউস, ৭৫ গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২।

ওয়েব : www.bengalgroup.com

* আকিজ মোটরস

পদ ও যোগ্যতা : এরিয়া ম্যানেজার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-সেলস অ্যান্ড মার্কেটিং (বাণিজ্যিক যানবাহন), ১০টি। যেকোনো বিষয়ে স্নাতক। বাণিজ্যিক গাড়ি বিক্রয়ের অভিজ্ঞতা না থাকলে আবেদন করা যাবে না।

চাকরির ধরন : ফুলটাইম।

অভিজ্ঞতা : ৫ থেকে ৭ বছর।

বয়সসীমা : ২৫ থেকে ৪০ বছর।

কর্মস্থল : বাংলাদেশের যেকোনো স্থানে।

বেতন : আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম : অনলাইনে বিডিজবসের মাধ্যমে অথবা সরাসরি মানবসম্পদ বিভাগের প্রধান বরাবর।

আবেদনের শেষ তারিখ : ২১ অক্টোবর।

ঠিকানা : আকিজ সেন্টার, ৯৭ শহীদ তাজউদ্দীন আহমদ সরণি, সাতরাস্তা  মোড়, তেজগাঁও শি/এ, ঢাকা-১২০৮। হটলাইন : ০১৭৫৫৬৬২৫৪৫

ওয়েব : http://akijmotors.com

* হা-মীম গ্রুপ

পদ ও যোগ্যতা : অফিসার, আরঅ্যান্ডডি (ওভেন/ডেনিম), ৫টি।

বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। এসএসসি ও এইচএসসি উভয় ক্ষেত্রেই জিপিএ ন্যূনতম ৪.৫ থাকতে হবে।

চাকরির ধরন : ফুলটাইম।

অভিজ্ঞতা : কমপক্ষে ২ বছর।

কর্মস্থল : ঢাকা বিভাগ, গাজীপুর।

বেতন : আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম : বিডিজবসের মাধ্যমে অথবা ই-মেইল করতে হবে : সধসঁহ.যত্—যধসববসফবহরস.পড়স

আবেদনের শেষ তারিখ : ৩১ অক্টোবর।

ঠিকানা : ৪০৭, ফিনিক্স টাওয়ার, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২১৫।

ওয়েব : [email protected]

* নিটল-নিলয় গ্রুপ

পদ ও যোগ্যতা : অফিসার-নির্বাহী (সেলস), ৭টি। কোনো নামকরা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ বা এমবিএ (মার্কেটিং অগ্রাধিকার)।

চাকরির ধরন : ফুলটাইম।

অভিজ্ঞতা : ১ থেকে ৫ বছর।

কর্মস্থল : বাংলাদেশের যেকোনো স্থানে।

বেতন : আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম : অনলাইনে বিডিজবসের মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ : ১৪ নভেম্বর।

ঠিকানা : নিটল-নিলয় টাওয়ার, প্লট-৪২ ও ৬৯, নিকুঞ্জ উত্তরা সি/এ, এয়ারপোর্ট রোড, ঢাকা-২২২৯।

ওয়েব : www.nitolniloy.com.bd

মন্তব্যসাতদিনের সেরা