<p>রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষক ছাত্রীসহ আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন। পরে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গত রবিবার (১১ মে) সন্ধ্যায় ঘটলেও, তা বুধবার (১৪ মে) প্রকাশ্যে এসেছে।</p> <p>জানা যায়, অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ হেদায়েত উল্লাহ আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’-এর সদস্য।  আর সংশ্লিষ্ট ছাত্রী ফাইন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর (এমবিএ) শ্রেণির ছাত্রী এবং বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী।</p> <p>প্রত্যক্ষদর্শীরা জানান, গত রবিবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের ৩০৭ নম্বর কক্ষে ওই ছাত্রীকে নিয়ে প্রবেশ করেন শিক্ষক হেদায়েত উল্লাহ। কক্ষে ঢোকার পর তিনি বৈদ্যুতিক বাতি নিভিয়ে দেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকজন শিক্ষার্থী ওই কক্ষের দরজায় কড়া নাড়েন। কিছুক্ষণ পর শিক্ষক দরজা খুললে, তারা কক্ষে ঢুকে আপত্তিকর পরিস্থিতির মুখোমুখি হন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1517830"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাম্য হত্যাকাণ্ডে গ্রেপ্তার সম্রাট শ্রমিক দল নেতা? মিলছে চাঞ্চল্যকর তথ্য" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/05/15/1747292891-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm">সাম্য হত্যাকাণ্ডে গ্রেপ্তার সম্রাট শ্রমিক দল নেতা? মিলছে চাঞ্চল্যকর তথ্য</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/05/15/1517830" target="_blank"> </a></div> </div> <p>বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, এ বিষয়ে কিছু জানি না। কেউ অভিযোগ দেননি। তবে অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। </p> <p>উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, এ বিষয়ে আমি অবগত নয়। এ বিষয়ে আমি খোঁজ নিচ্ছি। প্রথমে আমাকে জানতে হবে সেখানে আসলে কী ঘটেছে। জেনেশুনে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।</p>