<p style="text-align:justify">অনুষ্ঠিত হলো রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৩.০। গত ২ ও ৩ অক্টোবর রাজউক উত্তরা মডেল কলেজে এই উৎসবের আয়োজন করা হয়। দেশের অন্যতম বৃহত্তম দুদিনের এ বিজ্ঞান উৎসবে সারা দেশের প্রায় ১০০টি স্কুলের সাড়ে ৩ হাজার শিক্ষার্থী অংশ নেয়। উৎসবে এ বারের স্লোগান ছিলো ‘গ্র্যাব বিয়ন্ড দ্য ইনফিনিটি’। </p> <p style="text-align:justify">ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা মোট ৩টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে এ আয়োজনে। ক্যাটাগরি তিনটি হলো : জুনিয়র (৬ষ্ঠ-৮ম), সিনিয়র (৯ম-১০ম) ও হায়ার সেকেন্ডারি (একাদশ-দ্বাদশ)।</p> <p style="text-align:justify">অনুষ্ঠানের প্রথম দিনে গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান্সহ একাধিক অলিম্পিয়াড এ অংশ নেয় শিক্ষার্থীরা। প্রথমদিনের আয়োজন শেষ হয় বাংলাদেশের প্রথিতযশা কমেডিয়ান ও টেলিকম ইঞ্জিনিয়ার সামি দোহার ক্যারিয়ার সম্পর্কিত সেমিনারের মাধ্যমে।</p> <p style="text-align:justify">দ্বিতীয় দিনের মুল আকর্ষণ ছিলো “সার্চ দ্য ট্রেজার” , “কিউব মাস্টার” ও “প্রজেক্ট ডিসপ্লে”। ক্ষুদে বিজ্ঞানীদের প্রায় ২ শতাধিক বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী চলে দিনভর। এদিন বাংলাদেশের হয়ে “আন্তর্জাতিক ইনফরম্যাটিক্স অলিম্পিয়াড” এ প্রথম স্বর্ণপদকজয়ী দল উপস্থিত ছিলো শিক্ষার্থীদের মাঝে। তাদের নিয়ে আয়োজিত বিশেষ সেমিনারে তারা তাদের অলিম্পিয়াড শুরুর গল্প ও দেশকে প্রতিনিধিত্ব করার যাত্রা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরে।</p> <p style="text-align:justify">২ দিনের এই আয়োজন শেষ হয় “সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান” এর মাধ্যমে। অনুষ্ঠানের প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন “আহসানউল্লাহ ইউনিভার্সিটি ওফ সায়েন্স এন্ড টেকনোলজি” এর ভাইস চ্যাঞ্চেলর প্রফেসর ড. মো আশরাফুল হক। বিশেষ অতিথি ছিলেন কলেজটির অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল এ এস এম বাহাউদ্দিন। সমাপনী বক্তব্যে রাজউক কলেজ সায়েন্স ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান এ বছরের উৎসব, জুলাই বিদ্রোহে শহীদ রাজউক কলেজের শিক্ষার্থী তন্ময় রিয়াদকে উৎসর্গ করেন।</p> <p style="text-align:justify">উৎসবে মোট ১৭ টি ইভেন্ট এ ৩ টি ক্যাটাগরি থেকে ২১২ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রজেক্ট ডিসপ্লেতে প্রতি ক্যাটাগরি থেকে বিজয়ী, ফার্স্ট রানার আপ ও সেকেন্ড রানার দল যথাক্রমে ১০ হাজার, ৫ হাজার ও ৩ হাজার করে প্রাইজ মানি পায়। উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে ছিলো দৈনিক কালের কণ্ঠ।</p>