<p style="text-align:justify">বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও সকল অন্যায়ের বিচারের দাবিতে মানববন্ধন করেছে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।</p> <p style="text-align:justify">মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, অতি সম্প্রতি ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেভাবে দুইজনকে হত্যা করা হয়েছে তা সভ্য মানুষের কাজ নয়। আমরা এসব হত্যাকাণ্ডসহ দেশের সকল বিচারবহির্ভূত হত্যার সুষ্ঠ ও দৃষ্টান্তমূলক বিচার চাই। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিএনপি কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/22/1727001089-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিএনপি কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/09/22/1427822" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">বক্তারা বলেন, যদি কেউ অন্যায় করে থাকে, তাহলে তাকে আইনের হাতে তুলে দেওয়া যায়। কিন্তু আইন নিজের হাতে তুলে নিলে এ ধরণের হত্যা আরো বাড়বে। তাই আইনি প্রক্রিয়ায় আইনের মাধ্যমে সকল অন্যায়কারীকে বিচারের সম্মুখীন করা হোক। দল-মত নির্বিশেষে সকল অন্যাকারীকে অন্যায়কারী হিসেবেই আইনের আওতায় এনে বিচার কার্য সম্পূর্ণ করার আহ্বান জানাই।</p> <p style="text-align:justify">নর্থ সাউথ শিক্ষার্থীরা আরো বলেন, আমরা যেমন বুয়েটের মেধাবী ছাত্র আবরাব হত্যার ন্যায় বিচার চাই, জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদ, মীর মুগ্ধর মতো সকল বিচারবহির্ভূত হত্যার ন্যায় বিচার চাই; ঠিক তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শামীম হত্যার ন্যায় বিচারসহ পাহাড় থেকে সমতরে সকল বিচারবহির্ভূত হত্যার তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার চাই।</p>