<p>নিজস্ব সংস্কৃতির পোশাক পরিধান করায় বুলিং ও যৌন হেনস্তার শিকার হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক নারী শিক্ষার্থী। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদারের নিকট অভিযোগপত্র দেন তিনি। ওই ঘটনায় মানসিকভাবে অসুস্থ বোধ করছেন ভুক্তভোগী শিক্ষার্থী। </p> <p>অভিযোগপত্রে ভুক্তভোগী শিক্ষার্থী উল্লেখ করেন, ‘১২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে সাড়ে ৮টার দিকে শহীদ মিনারে ছবি তোলার সময় আমার বডিশেমিং এবং ঐতিহ্যগত পোশাক হেয় করে ন্যাক্কারজনক মন্তব্য করে কিছু ছেলে।’</p> <p>বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, ‘আমরা অভিযোগপত্রটি পেয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের সংশ্লিষ্ট কমিটিকে পাঠিয়েছি অভিযোগপত্রটি৷ তারা তদন্ত সাপেক্ষে আমাদের যা জানাবে আমরা সেই অনুযায়ী পদক্ষেপ নিব।’</p>