<p>সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) আবাসিক হলে অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও কিছু ক্ষতিকর নেশা জাতীয় পানীয় বোতল উদ্ধার করা হয়।</p> <p>অভিযানের সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার সোহরাব হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাম্মেল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক এমদাদুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতাউর রহমান ও বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ। অভিযানে সামুরাই, হেলমেট, বিপুল পরিমাণ লোহার পাইপ ও নেশাসামগ্রীর বোতল উদ্ধার করা হয়।</p> <p>এ বিষয়ে সিকৃবি প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, ‘আগে থেকেই ধারণা করেছিলাম, বিভিন্ন রুমে ধারাল অস্ত্র বা ক্ষতিকারক জিনিসপত্র থাকতে পারে। সেজন্য সেনাবাহিনীর সহায়তায় অভিযান কর্মসূচি চালিয়েছি। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী স্বাধীনভাবে ক্যাম্পাসে চলাফেরা করুক। যারা ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনীয় ব্যবস্থা নেওয়া হবে।’</p> <p>সেনাবাহিনীর অফিসার্স ইনচার্জ সোহরাব হোসেন বলেন, ‘প্রত্যেকটা হলের বিভিন্ন কক্ষে সফলভাবে অভিযান চালিয়েছি। অভিযানে বেশ কয়েকটা রুমে কিছু ধারালো অস্ত্র ও ক্ষতিকারক পানীয় বোতল পাওয়া গেছে। আমরা স্থানীয় থানায় এগুলো হস্তান্তর করব।’</p> <p>যাদের রুম থেকে এসব উদ্ধার হয়েছে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে কিনা প্রশ্নে তিনি বলেন, রুম গণনার সুবিধার্থে তালিকা করা হয়েছে। তবে এর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না।</p>