<p>প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ধাপের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (১২ জুলাই) এ কর্মসূচি ঘোষণা করা হয়।</p> <p>এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, আগামীকাল মঙ্গলবার (১৩ আগস্ট) রোজা, পূজা এবং ইফতারের পর এবং আগামী ১৫ আগস্ট শেখ হাসিনার বিচারের দাবিতে সারা দেশে রাজপথে অবস্থান করব আমরা।</p> <p>এতে আরো জানানো হয়, আমাদের পাশাপাশি বিদেশে বিশ্বের সব গুরুত্বপূর্ণ শহরে অন্তর্জাতিকভাবে বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন আমাদের এলামনাইরা।</p>