<p style="text-align:justify">কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ থাকা প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে, কথা বলে তা ঠিক করা হবে বলে জানিয়েছে অন্তবর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। </p> <p style="text-align:justify">সোমবার সচিবালয়ে সাংবাদিকের এ কথা বলেন তিনি। </p> <p style="text-align:justify">বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, অস্থিরতা স্বাভাবিক না হলে অভিভাবকরাও পাঠাতে চাইবে না। তাই প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে, তা কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পদত্যাগ করলেন বিএফআইইউ প্রধানসহ ৪ শীর্ষ কর্মকর্তা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/12/1723449241-2fed071f79789f0f48ab951c4654556f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পদত্যাগ করলেন বিএফআইইউ প্রধানসহ ৪ শীর্ষ কর্মকর্তা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/08/12/1414117" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরো বলেন, সরকার ছাত্র ও জনগণের যে বৈষম্যহীন সমাজের যে দাবি, তা বাস্তবায়ন করবে। প্রাথমিক শিক্ষা যে কোনো দেশে জাতির জন্য ভিতস্বরূপ। দুঃখজনক আমাদের দেশে যেভাবে গুরুত্ব পাওয়া উচিত তা পায় না। বিষয়টি আমরা গুরুত্ব দেব। </p> <p style="text-align:justify">অন্তর্বর্তীকালীন সরকারের এ উপদেষ্টা বলেন, অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে, স্বাক্ষরতার হার বেড়েছে কিন্তু প্রয়োজন মানোন্নয়ন করা। মানবসম্পদকে উন্নত করতে চাই।</p>