<p>কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে অস্থিরতা তৈরি হলে স্থগিত করা হয় এইচএসসি ও সমমান পরীক্ষা। স্থগিত এসব পরীক্ষা আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। </p> <p>বৃহস্পতিবার বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি ও শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানানো হয়। পরীক্ষা নতুন সময়সূচির বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। </p> <p>বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ৪ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হলো। আগামী ১১ আগস্ট থেকে স্থগিতকৃত এসব পরীক্ষা নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে। সময়সূচিতে দেখা যায়, ১১ আগস্ট থেকে ৫ নভেম্বর পর্যন্ত এই পরীক্ষা চলমান থাকবে।</p> <p>প্রকাশিত নতুন সূচি অনুযায়ী, ১১ আগস্ট রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ২টা থেকে ৫টা উচ্চাঙ্গসংগীত (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র, আরবি দ্বিতীয়পত্র এবং পালি দ্বিতীয়পত্রের পরীক্ষা হবে।</p> <p>আগামী ৮ সেপ্টেম্বর সকালে (সকাল ১০টা থেকে দুপুর ১টা) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র ও শিশু বিকাশ দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। তা ছাড়া একই দিন বিকেলে (দুপুর ২টা থেকে বিকেল ৫টা) সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র এবং ক্রীড়া দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে।</p> <p>এরপর শুরু হবে ব্যাবহারিক পরীক্ষা। আগামী ৯ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে এ পরীক্ষা শেষ করে ১৯ সেপ্টেম্বর স্ব স্ব বোর্ডে নিয়ম অনুযায়ী তথ্য পাঠাতে হবে।</p> <p>এর আগে গত ৩০ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তবে কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে প্রথমে ১৮ জুলাইর সব পরীক্ষা স্থগিত করা হয়। পরে পরিস্থিতি আরো নাজুক হলে ধারাবাহিকভাবে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত যত পরীক্ষা ছিল, সেগুলোও স্থগিত করে বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।</p>