<p style="text-align:justify">কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এখন পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের ৮টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সর্বশেষ আজ ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এসব পরীক্ষা নেওয়া হবে।</p> <p style="text-align:justify">আজ বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।</p> <p style="text-align:justify">তিনি বলেন, আপাতত ১১ আগস্ট থেকে ঘোষিত রুটিনের পরীক্ষা নেওয়া হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর বিষয়ে দ্রুত সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।</p> <p style="text-align:justify">এ পর্যন্ত তিন দফায় ৮ দিনের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা বোর্ডগুলো। সর্বশেষ দেওয়া বিজ্ঞপ্তিতে আগামী ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফলে উদ্ভূত পরিস্থিতিতে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। এর আগপর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। </p> <p style="text-align:justify">এর আগে চলমান পরিস্থিতিতে গত ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতি আরো খারাপ হওয়ায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত যত পরীক্ষা ছিল, তা স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।</p>