<p style="text-align:justify">কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিকে কেন্দ্র করে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থীসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। </p> <p style="text-align:justify">বুধবার (৩১ জুলাই) কুষ্টিয়া জেলা আদালতসংলগ্ন এলাকাসহ শহরের বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।</p> <p style="text-align:justify">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কুষ্টিয়া জেলা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এদিন দুপুর আড়াইটায় কুষ্টিয়া ডিসি কোর্ট এলাকায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করা হয়।</p> <p style="text-align:justify">পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নিতে গেলে আদালত এলাকায় কাউকে অবস্থান নিতে দেয়নি পুলিশ। শিক্ষার্থীরা একত্রিত হওয়ার আগেই সেখান থেকে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। পরে বিভিন্ন জায়গা থেকে ১৪ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।</p> <p style="text-align:justify">কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুল হক চৌধুরী বলেন, ‘নাশকতাকারী সন্দেহে শহরের বিভিন্ন জায়গা থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে যদি কারো বিরুদ্ধে নাশকতার প্রমাণ পাওয়া যায় তাহলে গ্রেপ্তার দেখানো হবে, অন্যথায় ছেড়ে দেওয়া হবে।’</p>