<p style="text-align:justify">রাজধানীর উত্তরায় কোটাবিরোধী আন্দোলনে সৃষ্ট সংঘর্ষে নিহত শেখ ফাহমিন জাফর টঙ্গী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। ফাহমিনের মা কাজী লুলুল মাকহমিন কালের কণ্ঠকে ফাহমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p style="text-align:justify">টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, টঙ্গী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফাহমিন। তার পিতার নাম শেখ আবু জাফর। তার বাড়ি নওগাঁ জেলার আত্রাই থানার তারটিয়া গ্রামে।</p> <p style="text-align:justify">তিনি জানান, ফাহমিন তার মায়ের সঙ্গে ঢাকার দক্ষিণ খান থানার গাওয়াইর মাদরাসা রোডে বসবাস করতেন। সে রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।</p> <p style="text-align:justify">অধ্যক্ষ আরো জানান, ‘আমার কলেজের ব্যবস্থাপনা বিভাগের আরেক ছাত্র মাহফুজ মিয়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।’</p> <p style="text-align:justify">উল্লেখ্য, আজ ঢাকার উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘কমপ্লিট শাটডাউন’ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন হতাহত হন।</p>