<p style="text-align: justify;">নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (রামেবি) প্রশাসন। </p> <p style="text-align: justify;">বরখাস্তকৃতরা হলেন সহকারী কলেজ পরিদর্শক নাজমুল হোসাইন, সেকশন অফিসার শারমিন আক্তার নূর, উপকলেজ পরিদর্শক জোহা মোহাম্মদ মেহেরার এবং পরামর্শক কনসালট্যান্ট রিয়াজাত হোসেন রিটু। </p> <p style="text-align: justify;">গত মঙ্গলবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ১৬তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়। </p> <p style="text-align: justify;">রামেবি সূত্রে জানা যায়, বিনা অনুমতিতে ছুটিতে থাকায় রামেবির সেকশন অফিসার শারমিন আক্তার নূরকে এবং নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেকশন অফিসার নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়।</p> <p style="text-align: justify;">অন্যদিকে টেন্ডারবাজিসহ নানা অভিযোগ ওঠায় পরামর্শক রিয়াজাত হোসেন রিটুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।</p> <p style="text-align: justify;">এ বিষয়ে রামেবির উপাচার্য ডা. এ জেড এম মোস্তাক হোসেন বলেন, ‘নানা অনিয়মের কারণে চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বরখাস্তের চিঠিও দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করে অতিদ্রুত কমিটিকে প্রতিবেদন দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।’</p>