<p>অধ্যাপক নেহাল আহমেদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) তার অবসর উত্তর ছুটি বাতিল করে চুক্তিতে এক বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।</p> <p>এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী অধ্যাপক নেহাল আহমেদের অভোগ করা অবসর উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিত ও অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।</p> <p>গত ১৩ এপ্রিল মাউশির ডিজি পদ থেকে অবসর উত্তর ছুটিতে যান নেহাল আহমেদ। এর আগে অধ্যাপক নেহাল ঢাকা কলেজের অধ্যক্ষ এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিলেন।</p>